আলোর মনি রিপোর্ট: বড়বাড়ী-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের স্বর্ণামতী নদী থেকে অবৈধ শ্যালো ইঞ্জিন চালিত মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে।
এতে জাতীয় মহাসড়ক এবং জাতীয় মহাসড়কে থাকা ফোরলেন স্বর্ণামতি ব্রীজটি হুমকির মুখে পড়বে বলে লালমনিরহাট সড়ক ও জনপদ বিভাগ জানিয়েছে।
স্থানীয়রা জানান, একটি চক্র রাতের আধারে দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে আসছে।১টি ট্রাক্টরে ১০০সেপ্টি বালু বিক্রি করা হয়। প্রতি গাড়ি বালুর দাম ১হাজার ২শত টাকা।
মেশিন চালক বলেন, প্রতি ১০০০সেপ্টি বালু উত্তোলন খরচ ১হাজার ৮শত টাকা।
লালমনিরহাট সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী বখতিয়ার রহমান সাংবাদিকদের বলেন, ব্রীজের পাশ থেকে বালু উত্তোলন করলে ব্রীজটি হুমকির মুখে পড়বে। ওই স্থানে গিয়ে ব্যবস্থা নিবো।