সাকি:
আমার শাশুড়ির মৃত্যুতে আর কোন কথা ছিলোনা, আমৃত্যু জপে ছিলে যে নাম, সে নাম এখন প্রতিটি ইটের পাঁজর গুনে বসে গেছে দেয়ালের ‘পরে,
সে দেয়াল তোমাকে ঘুমের পৃথিবীতে নিয়ে গেছে, জাগতিক কোন কিছুর বিলাপ তোমার ঠোঁটে আর কখনোই উঠবেনা বেজে, হায় মনিহার টাকা পোষাকের বাছাই, কোনদিন কাজে লাগবেনা জেনেও কী অসীম যত্নে গড়ে তুলেছিলে আলমিরা চাঁদের আকাশ জুড়ে, কোন বিবর্তনে আর তোমাকে পাবেনা খুঁজে , অশরীর মেঘ
“ও আমার মা” তোমাকে মহা প্রস্তানের পর আর কোথাও খুঁজিনা,
তুমিতো পরমনির্ভর সেই প্রেমে মিজানুর রহমানের কবরে, নীত হলে বনানী ঢাকা তে আজ ৯/৭/২১ এর সকালে।
(আমার শাশুড়ী মা “যাঁর পরলৌকিক কবর স্বামীর কবরের মাঝেই হলো, একমাত্র মেয়ের অপদার্থ জামাইকে বড় ভালোবাসতেন। তাঁর জন্য দুফোটা অশ্রু, আর নিঃশব্দ হৃদয়ের বুকফাটা মানবিক আর্তনাদ)
৮/৭/২০২১
নিউজার্সি