আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে “মানবতার ফেরিওয়ালা নামে খ্যাত” আওয়ামী লীগ নেতা সুমন খান এবার রিয়াজুল ইসলাম নামক অবসরপ্রাপ্ত এক অসহায় স্কুল শিক্ষকের চিকিৎসার দায়িত্ব নিয়ে লালমনিরহাট জেলা জুড়ে আবারও আলোচনায় চলে এসেছেন। সোমবার (২৮ জুন) সকালে অসুস্থ্য ওই স্কুল শিক্ষককে নিজেই ব্যক্তিগত গাড়ী করে চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
আওয়ামী লীগ নেতা সুমন খান বলেন, লোকমুখে ওই শিক্ষকের অসুস্থতার কথা শোনে পৌরসভার খোঁচাবাড়ী নজরুলটারী এলাকায় তাঁর বাড়িতে ছুটে যাই। তাৎক্ষণিক নিজ গাড়ি যোগে তাঁকে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে ভর্তি করাই। ওই স্কুল শিক্ষকের চিকিৎসার জন্য খরচ যা হবে সবটাই ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য যে, এর আগেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) একটি স্ট্যাটাস দেখে শয্যাশায়ী দরিদ্র এক নারীর চিকিৎসার দায়িত্ব নেন। বর্তমানে তিনি রংপুরে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া তিনি সম্প্রতি তাঁর বাড়িতে পিতাহারা এক গরীব কন্যাকে নিজ খরচে বিয়ের অনুষ্ঠান করে এবং মেয়ে জামাইকে মোটর সাইকেল উপহার দিয়ে শহর জুড়ে সারা ফেলে দেন।