জাকি ফারুকী:
বড় দায়সারা-
একটা ছোট্ট শব্দ উচ্চারণ করলে।
তোমার মন থেকে অজস্র কথা শুনতে ইচ্ছে করে।
সে সময় কই তোমার।
একদিন মনে হবে, একজন মানুষ
অনেক অনুভূতির কথা জানতে চাইতো,
তখন বলি নাই। কেন বলিনাই!
কি হতো বললে!!
আজ সে আর নাই।
কেউ ওভাবে আর শুনতেও চায় না।
জীবনের কথা তাহলে, না বলা
অসমাপ্ত রয়ে যাবে?
এর নাম জীবন
২৮/৬/২১
নিউজার্সি।