আলোর মনি রিপোর্ট: স্বামীর পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার সাকোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা উম্মে কুলছুম হ্যাপী (৪৯) মারা গেছেন। বৃহস্পতিবার (২৪ জুন) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় এ শিক্ষিকার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৮ জুন) এ শিক্ষিকার স্বামী জিয়াউল হায়দার মন্ডল (৫৪) ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যান। তার স্বামীও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার দক্ষিণ মরানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
তারা উভয়ই লালমনিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের সাপটানা বাজার এলাকার বাসিন্দা ছিলেন।
লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় সাংবাদিকদের বলেন, লালমনিরহাট পৌরসভা এলাকায় করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়ায় লালমনিরহাট জেলা প্রশাসন ৭দিনের কঠোর বিধি-নিষেধ জারি করেছে। সবাইকে সচেতন হতে হবে। এর কোনও বিকল্প নেই।
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর সাংবাদিকদের বলেন, মানুষকে বারবার সতর্ক করার পরও কেউ কেউ কথা শুনছেন না। এবার সেজন্য কঠোর বিধি-নিষেধ জারি করা হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ৬টা থেকে এই বিধি-নিষেধ কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া করা হয়েছে।
লালমনিরহাট সিভিল সার্জন অফিসের তথ্য মতে, এ পর্যন্ত লালমনিরহাট জেলায় করোনা আক্রান্ত হয়ে ২১জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১হাজার ৩শত ৪৩জন। সুস্থ্য হয়েছেন ১হাজার ১শত ২২জন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.