আলোর মনি রিপোর্ট: মাস্ক ব্যবহার না করায় লালমনিরহাট জেলা শহরে ভ্রাম্যমাণ আদালতে ৮টি মামলা ও ১হাজার ১শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার ৮ জুন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও লালমনিরহাট সদর সহকারী কমিশনার (ভূমি) জি. আর. সরোয়ার লালমনিরহাট জেলা শহরের মিশন মোড়ে এই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকারের বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধি না মেনে অনেকেই মাস্ক ছাড়া শহরে যত্রতত্র ঘোরাফেরা করছেন। শহরে মাইকে বারবার মাস্ক পরার ব্যাপারে প্রচারণা চালানো হলেও তাঁরা তোয়াক্কা করছেন না। এ কারণে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও লালমনিরহাট সদর সহকারী কমিশনার (ভূমি) জি. আর. সরোয়ার লালমনিরহাট জেলা শহরের মিশন মোড়সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। যারা মুখে মাস্ক না পরে চলাচল করেছেন তাঁদের আটক করে জরিমানা করেন তিনি। সারা দিনে লালমনিরহাট জেলা শহরে ভ্রাম্যমাণ আদালতে ৮টি মামলা ও ১হাজার ১শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এমন কি ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জি. আর. সরোয়ার নিজের পকেটের টাকা দিয়ে অনেককে মাস্ক কিনে দেন। মাস্ক কিনে দেওয়ার বিষয়টি শহরে ব্যাপক আলোচিত হয়। দুপুরের পর থেকে লালমনিরহাট জেলা শহরে মাস্ক না পরে লোকজনকে রাস্তায় চলাফেরা করতে দেখা যায়নি।
ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও লালমনিরহাট সদর সহকারী কমিশনার (ভূমি) জি. আর. সরোয়ার সাংবাদিকদের বলেন, করোনা সংক্রমণ দিন দিন বেড়ে চলেছে। জীবিকার প্রয়োজনে চলাচলে বিধি নিষেধ তুলে নিলেও সবাইকে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে বলা হয়েছে। যারা এ নির্দেশনা মানবেন না তাঁদের এখন আর ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হবে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.