হেলাল হোসেন কবির: দিন যত গড়িয়ে আসছে সীমান্ত ঘেঁষে লালমনিরহাট জেলাতে যেন করোনার ঢেউ বেড়ে চলছে। করোনা কালীন সময়ে লালমনিরহাট শহরের বিভিন্ন জায়গায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাবান দিয়ে হাত ধোঁয়া জন্য বিশেষ হাউজ তৈরি করা হলেও সেখানে নেই পানির ব্যবস্থা, হাত ধোয়ার জন্য সাবান বা হ্যান্ড ওয়াশ। এমনকি নেই হ্যান্ড স্যানিটাইজারের কোন ব্যবস্থা। ফলে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে লালমনিরহাটের মানুষ।
জানা যায়, ২০২০ সালের দিকে লালমনিরহাট পৌরসভার সহযোগিতায় ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবতায়নে শহরের বেশ কিছু স্থানে গড়ে উঠে জনসাধারণের জন্য হাত ধোঁয়ার সু-ব্যবস্থা। যেন ভুলতে বসেছে যে এগুলো তারা তৈরি করেছিল। হাত ধোঁয়ার এই হাউজগুলো নোংরার ভাগারে পরিণত হয়েছে। লালমনিরহাট পৌরসভা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে কারা বিরূপ ধারণা করেন।
ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের লোকজনের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে সঠিক তথ্য দিতে পারেনি।
তবে জেলা প্রশাসক আবু জাফর জানান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভা মিলে বেশ কিছু স্থানে জনসাধারণের জন্য হাত ধোঁয়ার ব্যবস্থা করেছেন। এগুলো তো চালু থাকার কথা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.