আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারীতে জমি নিয়ে বিরোধের জেরে হত্যা মামলার ১০৪দিন পর ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ তুলেছেন পুলিশ।
জানা যায়, আদিতমারী উপজেলার মহিষতুলি গ্রামে গত ৮ মার্চ কাচুয়ানী বেগমকে হত্যা করে এ সংক্রান্ত একটি মামলা আদালতে হলে মঙ্গলবার (২২ জুন) দুপুরে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতে আদিতমারী থানা পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য কবর থেকে তোলেন এবং পোস্ট মর্টেমের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
মামলা ও থানা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একই এলাকার মৃত্য কেরামত আলীর পুত্র জাবেদ আলী, আবেদ আলী, হানিফ মিয়াগংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে গত ৮ মার্চ কাচুয়ানী বেগমকে তাদের বাড়ীতে হত্যা করে। এমন ঘটনার সূত্র ধরে প্রথমে মৃত কাচুয়ানীর লাশ দাফন করে। পরে আদালতে এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন কাচুয়ানীর পুত্র হানিফ মিয়া। বিজ্ঞ আদালতে মামলাটির বাদীর জবান বন্দি মোতাবেক ৭জনের নামে মামলা রেকর্ড করেন। দীর্ঘ দিন পর পুলিশ ময়না তদন্তের জন্য মঙ্গলবার (২২ জুন) কাচুয়ানীর লাশ কবর থেকে উঠান।
এ বিষয়ে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন নির্বাহী ম্যাজিস্ট্রট হিসেবে উপস্থিত থেকে পুলিশ লাশটি কবর থেকে উঠান এবং হাসাপাতাল মর্গে প্রেরণ করেন।
মামলার বাদী ও স্থানীয় অনেকে জানান, এই হত্যা মামলাটির সঠিক তদন্ত হওয়া দরকার।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.