জাকি ফারুকী:
খাড়া পাহাড়ের গায়ে,
বন হরিন,
সবুজ ঘাস দেখে
নামে
পাহাড়ের গা বেয়ে,
পরে গেলে নির্ঘাত মৃত্যু চিল আর শকুনের খাবার হবে জেনেও, কী সাহস তার!
মানুষের জীবন তেমনি এক উত্তরাধিকার নিয়ে আসে,
তুমিও এসেছিলে।
মা নাম রেখেছিলো জুয়েল,
কি সুন্দর নাম বড়ো ভালোবাসার নাম।
সেই নাম মুছে দিলো করোনার ভাইরাস, কতো সংক্ষেপে জীবন সংহারের এক অদ্ভূত উপমা।
কাঁদতে ভুলে গেছে,
বলতে ভুলে গেছে,
দেখতে যেতে ভুলে গেছে
মানুষ কিংকর্তব্যবিমূঢ়!
অহংকারী মানুষের তবুও কেন যেনো শিক্ষা হয়না।
সেই আগের মতোই,
বনের দাবানল দেখে, হেঁটে বেড়ায় অবহেলায়।
তোমার মৃত্যু সংবাদ বিবশ করেছে শরীর,
বিশ্ব এ অভিশাপ থেকে মুক্ত হোক,
এখনো ছয় কোটী হতে
ঢের দেরী।
তাই প্রনত হই প্রার্থনায়,
যেখানেই থাকো ভালো থাকো,
তোমার অসম্পূর্ণ কাজ বংশধরেরা নিয়ে যাবে টেনে,
সব কিছুর তো শেষ আছে।
তোমারও শেষ হলো।
আমাদের শেষ হবার খুব কি আছে বাকী!
২১/৬/২১
টিনটনফলস্,
নিউজার্সি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.