আলোর মনি রিপোর্ট: উজানের পাহাড়ী ঢলে তিস্তায় পানি আবারও বৃদ্ধি পেয়েছে। ফলে তিস্তা নদীর পানি ভয়াবহ রূপ ধারণ করছে। তিস্তাচরের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করছে। এতে তিস্তার তীর ও ৬৩চরের মানুষ আতঙ্কিত অবস্থায় দিন যাপন করছে।
গতকাল রোববার (২০ জুন) সন্ধ্যা ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২দশমিক ৪৫সেন্টিমিটার, যা বিপৎসীমার ১৫সেন্টিমিটার নিচ (স্বাভাবিক ৫২দশমিক ৬০সেন্টিমিটার) দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে ব্যারাজের ৪৪টি গেট খুলে দেয়া হয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, রোববার সকাল ৯টা থেকে তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। সকাল ৯টায় ৫২দশমিক ২০সেন্টিমিটার, দুপুর ২টায় ৫২দশমিক ৩০সেন্টিমিটার ও সন্ধ্যা ৬টায় ৫২দশমিক ৪৫সেন্টিমিটার স্পর্শ করে।