আলোর মনি রিপোর্ট: মঙ্গলবার (১ জুন) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তরের বাস্তবায়নে প্রাণি সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশ্ব দুগ্ধ দিবস ২০২১ উপলক্ষে বর্ণাঢ্য রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু জাফর। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আবিদা সুলতানা, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সদস্য ও সাবেক এমপি অ্যাড. সফুরা বেগম রুমী। বক্তব্য রাখেন দুগ্ধ খামারী উত্তমা রায় রত্না, লালমনিরহাট জেলা ডেইরী খামার মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম, লালমনিরহাট জেলা পোল্ট্রি খামার মালিক সমিতির সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়, সভাপতি শেখ মঞ্জুর আলম প্রমুখ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাঃ রাশেদুল হক প্রধান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম আশরাফ, লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাদিয়া আফরিন, লালমনিরহাট জেলা ডেইরী খামার মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক রমজান আলীসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালক লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসের ভ্যাটেনারী সার্জন ডাঃ চন্দন কুমার সরকার।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.