আলোর মনি রিপোর্ট: মঙ্গলবার (১৮ মে) সকাল ৯টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন পরিষদ হলরুমে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)র বাস্তবায়নে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন) প্রজেক্ট লালমনিরহাট এবং স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সুইডিসিডা, ম্যারিকো, ইউএনডিপি'র সহযোগিতায় ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জেন্ডার সংবেদনশীল দূর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব। প্রশিক্ষণ পরিচালনা করেন ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)র কো-অর্ডিনেটর সোহেল রানা, ইএসডিও-স্বপ্ন প্রজেক্টের মহেন্দ্রনগর ইউনিয়ন ওয়ার্কার দীপক কুমার মোহন্ত, ইউনিয়ন ওয়ার্কার রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মোগলহাট ইউনিয়ন শাখার সভাপতি গোলাম ফারুক প্রমুখ। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ মোগলহাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদসহ ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.