আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার উপর দিয়ে বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টা ২২মিনিট থেকে সকাল ৮টা ২৩মিনিট পর্যন্ত প্রায় ১মিনিট ভূমিকম্প অনুভূত হয়েছে।
এ সময় বাসা-বাড়িতে অবস্থানরত পরিবারের লোকজন ঘর থেকে বেড়িয়ে যান। অনেকে ভয়ে নিস্তব্ধ এবং কেউ কেউ মহান আল্লাহর জিকির করতে থাকেন।
লালমনিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটিরত কমকর্তা ভূমিকম্প অনুভূত হওয়ার কথা স্বীকার করে বলেন, ভূমিকম্পে কোন ক্ষয়ক্ষতির ঘটনা-ঘটেনি।
উল্লেখ্য যে, চলতি মাসে ৫ এপ্রিল রাত ৯টা ২০মিনিট থেকে রাত ৯টা ২১মিনিট পর্যন্ত প্রায় ১মিনিট ভূমিকম্প অনুভূত হয়েছিল। এরপর ২৩ দিনের ব্যবধানে আবারও ভূমিকম্প অনুভূত হলো।