জাকি ফারুকী:
আসলে আমার কাছে কোন জবাব নেই,
আমিতো এমনই,
চন্দ্রালোকে ভেসে যাওয়া, বিমুগ্ধ রাত্রি,
জোয়ারে তখন ফুলে ওঠে জল,
রাতজাগা পাখি স্বভাবের বশে,
ডেকে ওঠে,
বুকের মাঝে পুষে রাখা নির্ঘুম রাত্রি,
আরো দীর্ঘ হতে থাকে।
পরবাসী এমন রাত্রির নিঝুম প্রহরে,
তুমি কাছে এসে দাঁড়ালে।
তোমার দিকে তাকানোর চোখ নেই ,
পলাতকা জীবন, রাত্রির নিঃশ্বাসে
বেদনায় বিধুর এখন,
তুমি হাত দুটো ধরে, বুকের পরে আবেশে জড়াও শব্দহীন আলিঙ্গনে।
রাত্রির কাছে, নীরবতা ছাড়া আর কোন প্রার্থনা জানাতে পারোনা কেন।
ভোরের শব্দ নেমে আসে,
বাতাসের অনুভবে ঘনান্ধকার জুড়ে
শুধু তুমি ভেসে থাকো,
এমন সবুজ জীবন আমার,
ক্ষয়ে যেতে থাকে, বিরহের চব্বিশ বছর।
২৭/৪/২০২১
টিনটনফলস্
নিউজার্সি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.