আলোর মনি রিপোর্ট: বিগত বছরের জলাবদ্ধতার তিক্ত অভিজ্ঞতা থেকে এ বছর বর্ষা মৌসুমের আগেই ড্রেনেজ ব্যবস্থা উন্নতির কাজ শুরু করেছে লালমনিরহাট পৌরসভা। এ জন্য লালমনিরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোঃ রেজাউল করিম স্বপনসহ লালমনিরহাট পৌরসভাকে সাধুবাদ জানিয়েছেন লালমনিরহাট পৌরসভাবাসী। লালমনিরহাট পৌরসভাবাসীর জন্য সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা। কেননা লালমনিরহাট পৌরসভা এলাকায় যেসব ড্রেন নির্মাণ করা হয়েছে সেগুলো নিয়মিত পরিস্কারে দীর্ঘদিন ধরে তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। এতে বন্ধ হয়ে যায় পানি নিষ্কাশন পথগুলো। ত্রুটি রয়েছে বর্জ্য ব্যবস্থাপনাতেও।
ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় লালমনিরহাট পৌরসভার রাস্তাঘাট। সৃষ্টি হয় ভয়াবহ জলাবদ্ধতা। গত বছরের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। সে সময় বৃষ্টির কারণে লালমনিরহাট শহরে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল তা ভেবে এ বছরও শংকিত হয়ে পড়ে লালমনিরহাট পৌরসভাবাসী। কিন্তু তাদের সে শংকা দূর করে লালমনিরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র মোঃ রেজাউল করিম স্বপন দায়িত্ব নিয়েই অগ্রাধিকার ভিত্তিতে গত ১৫ এপ্রিল ড্রেন পরিস্কার কার্যক্রম উদ্বোধন করেন। এরপর থেকে পুরোদমে চলছে ছোট-বড় সব ড্রেন পরিস্কারের কাজ।
লালমনিরহাট পৌরসভাবাসীরা বলছেন, ড্রেনেজ সমস্যা দ্রুত কাটিয়ে উঠতে পারলে আসন্ন বর্ষা মৌসুমে হয়তো জলাবদ্ধতার ভয়াবহতা থেকে রক্ষা পাওয়া যাবে।
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির বলেন, বর্ষা মৌসুমের আগে লালমনিরহাট পৌরসভা ড্রেনগুলো পরিস্কারের যে উদ্যোগ নিয়েছে সত্যিই তা প্রশংসার দাবি রাখে। তবে পরিস্কারের পর আবর্জনা ফেলে যাতে আবার নিস্কাশনের পথ বন্ধ না হয় সেজন্য পৌরসভাবাসীকেও সচেতন হতে হবে।
লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন বলেন, বিগত বছরগুলোর মত যাতে লালমনিরহাট শহর জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি না হয় সে জন্য দায়িত্ব নিয়েই ড্রেন পরিস্কার কাজে হাত দিয়েছি। তিনি ড্রেনে আবর্জনা না ফেলার জন্য পৌরসভাবাসীরদের অনুরোধ জানান।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.