আলোর মনি রিপোর্ট: শুক্রবার (১৬ এপ্রিল) রাতে লালমনিরহাটে প্রচন্ড কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া অনেকের ঘর-বাড়ির ক্ষতি হয়েছে। এছাড়াও প্রকৃতির নির্মম আঘাতে ক্ষতবিক্ষত বিভিন্ন প্রজাতির গাছপালা। সেই সাথে বিদ্যুতের তার ছিড়ে যাওয়ায় প্রায় ১২ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল।
এছাড়া লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছে আশ্রয়ণ প্রকল্পের আওতায় মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার মুজিব পল্লীর হালিমা খাতুনের ঘরটি টিনের চাল উড়ে গেছে। সেই সাথে ঘরের বারান্দার সিঁড়ি ভেঙ্গে পড়েছে। যা রহস্যময়।
উল্লেখ্য যে, চলতি বছরের ২৩ জানুয়ারি মুজিব পল্লীর আওতায় লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় ৯শত ৭৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২শতাংশ জমির কবুলিয়াত ও গৃহ হস্তান্তর করা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.