কমল কান্তি বর্মন
আজ তুমিহীনা দুটি চোখে ভাঙা গড়ার স্বপ্ন,
স্মৃতির অতল গভীরে শুধু তোমারই আনাগোনা।
রাত জাগা ডাহুক পাখি আর ঝোঁপঝাড়ে ঝিঁঝিঁ পোকাড়া অনবরত শুনায় বিরহী কন্ঠে একাকিত্বের গান।
ঘুমহীন দুটি চোখ যেন আজ যন্ত্রণার ময়দানে যুদ্ধাহত এক সৈনিক,
বেদনা নীল সীমান্তের অতন্দ্র প্রহরী,
শুধু তোমার জন্য।
এখন আর নেই এ চোখে ভালোবাসার রাজপ্রাসাদ গড়ার,
সেই স্বপ্ন
সেই প্রতিজ্ঞা
সেই শপথ
সেই দৃঢ় বিশ্বাস,
সবই তলিয়ে গেছে সময়ের মিথ্যা নামক চোরাবালিতে।
দুটি মনের উর্বর জমিনে ভালোবাসার চাষাবাদে যে বীজ অঙ্কুরিত হয়েছিল,
তা বৃক্ষে রুপ নেওয়ার আগেই সমূলে উপড়ে নিঃশ্চিহ্ন হয়েছে,
হঠাৎ তেরে আসা কালবৈশাখী ঝড়ে।
সে জমিনে এখন নেই কোন বর্ষা,
নেই কোন শরৎ
নেই কোন হেমন্ত
নেই কোন শীত
নেই কোন পত্র পল্লবে ফুলে ফুলে ভরা বসন্ত।
আছে শুধুই গ্রীষ্মের খড়তাপে পোড়া অনাবাদী নিফসলি ধু ধু খালি মাঠ।
এ মনে এখন তোমাকে হারানোর তীব্র দহন,
এ চোখে তোমাকে না পাওয়ার হাহাকার।
এ বুকের গহীনে বেদনার প্রতিটি দংশন,
এক একটি বোবা ভাষা কবিতা হয়ে লিখে,
নিশুতি রাতের কাব্য।
২০/০৫/২০২০
কোদালখাতা, লালমনিরহাট।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.