আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (১০ এপ্রিল) বেলা ১২টায় জেলা শহরের স্বর্ণকার পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমানের বোনের বাসায় ছাত্রলীগের একাংশের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের সাহেব পাড়া এলাকার বাসায় এই
হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (৮ এপ্রিল) রাতেই জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমানের ছোট বোন ফাতেমা বেগম জেলা ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করসহ আরও ২০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০-৬০জনকে আসামী করে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এদিকে মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার রাতে পৌর ছাত্রলীগ শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে জেলা ছাত্রলীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম পাপ্পু বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযোগ প্রত্যাহার করা না হলে আগামী সোমবার (১২ এপ্রিল) সকাল সন্ধ্যা হরতাল পালন করবে জেলা ছাত্রলীগ।
এরপরই ছাত্রলীগের আরও একটি অংশ ছাত্রলীগের সভাপতি জাবেদ হোসেন বক্করকে গ্রেফতারের
দাবিতে শনিবার বেলা ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয় পাড় হতেই স্বর্ণকারপট্টি এলাকায় পৌছলে ছাত্রলীগের আরেকটি গ্রুপ হামলা চালায়। এর পরেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। দেশীয় অস্ত্র নিয়ে মহরা দিতে থাকে ছাত্রলীগের দুই গ্রুপ। আতংক শুরু হয় শহর জুড়ে। পরিস্থিতি মোকাবেলায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম সাংবাদিকদের জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থান-গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.