আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: রবিবার (৪ এপ্রিল) রাত আনুমানিক ১টার সময় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট বাজারে ভয়াবহ বৈদ্যুতিক সর্টসার্কিটের আগুনে ৩টি (সবুজ সার ঘর, নেহা বীজ ঘর ও সাগর টেলিকম) দোকান পুড়ে ছাঁই হওয়ার ঘটনা ঘটেছে।
সবুজ সার ঘরের প্রোঃ আবু রায়হান (সবুজ) এর কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বর্তমান সময়ে কৃষকের চাহিদা মেটাতে যে পরিমান সার ও কীটনাশক, দোকানে মজুত ছিল তাতে তার আনুমানিক ২লক্ষ টাকার মত ক্ষতি সাধিত হয়েছে।
নেহা বীজ ঘরের প্রোঃ নুর ইসলাম শেখ জনি বলেন, তার কষ্টে অর্জিত টাকা দিয়ে এ ব্যবসা শুরু করেছিল কিন্তু কিছুদিন যেতে না যেতেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার বীজ, সার ও কীটনাশক সবকিছুই পুড়ে ছাঁই হয়ে যায়।
সাগর টেলিকমের প্রোঃ শফিকুল ইসলাম বলেন, চাকুরী না থাকায় লেখাপড়ার পাশাপাশি টেলিকম ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন, কিন্তু ধুমকেতুর মত হঠাৎ করে তার সবকিছুই যেন নিঃস্ব করে দিল, বৈদ্যুতিক সর্টসার্কিটের ভয়াবহ আগুন।
জানতে চাইলে তিনি আরও বলেন, আমার দোকানে ৩টি কম্পিউটার, মোবাইলের যন্ত্রাংশসহ অন্যান্য আসবারপত্র মিলে আনুমানিক ২লক্ষ টাকার হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.