আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক শহীদুন্নবী জুয়েলকে (৫০) পিটিয়ে হত্যার ঘটনায় হাফিজুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২ এপ্রিল) দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার (১ এপ্রিল) দিনগত মধ্যরাতে বুড়িমারী বাজার থেকে ইউপি সদস্য হাফিজুল ইসলামকে গ্রেফতার করা হয়। তিনি বুড়িমারী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক সাংবাদিকদের বলেন, জুয়েল হত্যায় দায়ের করা হত্যা, পুলিশের ওপর হামলা ও বুড়িমারী ইউনিয়ন পরিষদ ভবনে হামলার মামলায় এজাহার নামিয় আসামী ইউপি সদস্য হাফিজুল ইসলাম দীর্ঘ দিন পলাতক থেকে শুধুমাত্র হত্যা মামলায় মহামান্য হাইকোর্টে ৪ সপ্তাহের জামিনে রয়েছেন। কিন্তু পুলিশের উপর হামলার মামলায় ১৪নম্বর আসামী হিসেবে বৃহস্পতিবার (১ এপ্রিল) দিনগত মধ্যরাতে বুড়িমারী বাজার থেকে হাফিজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
জুয়েল হত্যার ঘটনায় দায়ের করা তিন মামলায় পুলিশ এখন পর্যন্ত ৪৮জনকে গ্রেফতার করেছে। এছাড়াও স্বেচ্ছায় আদালতে আত্মসমার্পন করেছেন ১২জন আসামী। এর মধ্যে হত্যা মামলায় ১৬জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। যার মধ্যে মূলহোতা বুড়িমারী ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আবুল হোসেন ওরফে হোসেন ডেকোরেটর এবং মসজিদের খাদেম জোবেদ আলীসহ ৬জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই মামলায় গ্রেফতারকৃতদের মধ্যে হত্যা মামলায় মুয়াজ্জিন ও অন্য দুই মামলায় মোট ১৮জন জামিনে মুক্তি পেয়েছেন বলেও নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।
উল্লেখ্য যে, গত ২৯ অক্টোবর রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।