জাকি ফারুকী:
এ কেমন দুঃখ দিলে,
মেঘের আড়ালে খুঁজি, বৃষ্টির জল।
চাতক পাখির মতো, বুকের সবখানে
কি অসীম তৃষ্ণা,
তুমি কি বলবে,
কেন এ দুঃখ দিলে প্রাণে!
মনভোলা প্রেমিকের আকন্ঠ আবেগ
বুকের শব্দকে বারবার নিয়ে চলে গেছে
বেসুরো বীণায়,
শব্দহীন নির্লিপ্ত সময়, পাহাড়ের বিপন্ন খাদে, সমর্পন করেছে নিজেকে সমস্ত অবহেলায়,
তুমি বুঝলেনা, একজন কবির,
মনের গৃহহীন হবার নিগূঢ়
দুঃখগাঁথা পথহীন পাহাড়ের ঢালে।
জীবন অনিত্যের মাঝে খুবই সংশয়ে
কাতর,
খুঁজে ফিরি তোমার অহংকারে আরো কিছু মানুষীর ছায়া,
যারা কখনো কখনো নষ্ট করে গেছে
পৃথিবীর অনিন্দ বকুলের মায়া,
ঘ্রাণময় পল্লবময় এমন মুগ্ধ ফুল
ঝরে গেছে, অনাদরে ভোরের শিশিরে।
কতোটা শক্তিময় ছিলো কবিতার ভাষা,
কেন যে বুঝলেনা, মিটালেনা আশা।
৩১/৩/২০২১
মার্চের শেষ দিনে, করোনার বছরে
টিনটনফলস্, নিউজার্সি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.