খুজিস্তা নূর-ই নাহারিন:
সেই সময়ে অবিবাহিত মেয়েরা এতো সাঁজসজ্জা করতো না, আর্টস ফ্যাকাল্টিতে হয়তো মেয়েরা মাঝে মাঝে লিপিস্টিক-কাজলে নিজেদের সাজাতো কিন্তু সায়েন্স ফ্যাকাল্টিতে কার্জন হলে ক্লাস, লাইব্রেরী আর ল্যাবরটরীতে দৌড়াতে দৌড়াতেই সময়ের দফা-রফা, দিনের পরিসমাপ্তি।
মায়ের কঠোর অনুশাসন, বিধি-নিষেধের মাঝে বড় হওয়া আমি ভীষণ লাজুক ছিলাম। উপরন্তু স্পোর্টস ম্যান বড় তিন ভাই, সঙ্গে চাচাতো বড় দুই ভাই, খালার এতোগুলো বড় বড় ছেলে সবার উপরে শক্তিশালী পিতার ছায়া আমাকে চারিদিক থেকে বেষ্টন করে রাখতো।
কেবল তাকানো ছাড়া কৈশোরে কারো সাথে কথা বলা এমনকি অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও সামান্য প্রেমের কথা চিন্তা করতেই ভয় পেতাম।
কখন কোন ছেলে সাহস করে কথা বলতে বাসায় এলেও শক্ত প্রাচীরের মত দাঁড়িয়ে থাকা আম্মার বেষ্টনীতেই আঁটকে যেতে হতো, আমি পর্যন্ত পৌঁছাতে পারতো না কিছুতেই। আহাঃ, কি এক অসহনীয় যাতনা !!
ঢাকা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বর্ষ, সম্পূর্ণ মেকআপ বিহীন আমি।
লেখক : সম্পাদক, পূর্বপশ্চিম বিডি ডট নিউজ।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.