জাকি ফারুকী:
সকাল নেই সন্ধ্যা নেই
রাত নেই দুপুর নেই,
প্রতীক্ষার সময় বলে কিছু থাকেনা
খেয়া ঘাটের নৌকার মতো
যাত্রী পেলেই, দড়ি খুলে,
নড়ে ওঠে জলের বুকের পরে
লগি বৈঠার কাজ শুরু করে।
নদীর জল কতোটা গভীর হলে
নড়ে ওঠে খেয়া,
আমার গভীর অতলান্ত নদীর দেখা পেতেও,
তোমার একজনমের অপেক্ষা করবার কথা ছিলো, সে হয়নি,
মন চলে গেছে, ছেড়ে গেছে ঘাট,
খেয়া নৌকায়, যাত্রী উঠেছে তাই।
কখনো অপেক্ষার দ্বিপ্রহরের সরু সবুজ আলোর কণা, সবুজ গাছের পাতায়,
জনান্তিকে কোন অসহায় প্রেমিকের হাত ধরে, তুলেনি
খেয়ায়,
সব জলের মাঝে, কি যে অদ্ভূত ছায়া খেলা করে।
জীবন বিষন্ন আজ প্রত্যাখ্যান এর নীল কন্ঠ বিষে।
তোমার বনভূমি জেগে উঠবে নুতন পাতার অনিরুদ্ধ শ্লোগানে,
পাখির অনন্তসুর সবখানে,
খুজে ফিরি বসন্ত বিলাস,
তুমি নেই,
তুমি নেই, কেঁদে ফিরে অনন্ত আকাশ।
৩১/৩/২০২১
টিনটনফলস্, নিউজার্সি
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.