আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: শ্যালো-বিদ্যুৎ চালিত সেচ পাম্পে লালমনিরহাট জেলার কৃষকের ইরি-বোরো চাষ হচ্ছে। পরিবেশ বান্ধব শ্যালো-বিদ্যুৎ চালিত সেচ পাম্পের মাধ্যমে কৃষি জমিতে সেচ দিয়ে কৃষক আবাদ করছেন ইরি-বোরো ধানসহ বিভিন্ন সবজি।
কৃষি জেলা হিসেবে খ্যাত লালমনিরহাট। এ এলাকায় চাষ করা হয় ইরি-বোরো ধানসহ নানা ধরনের সবজি। সেচ নির্ভর এসব চাষাবাদে ডিজেল চালিত শ্যালো মেশিন-বিদ্যুৎ চালিত সেচ পাম্পের সাহায্যে পানি সরবরাহ করা হচ্ছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, গভীর নলকূপের এই পাম্পগুলো দিয়ে অনায়াসে সেচ নিচ্ছেন ইরি-বোরো ধানসহ সবজি চাষীরা।
কৃষকরা জানান, ফসলের মাঠে পানি সরবরাহ করতে ব্যবহার করা হচ্ছে ডিজেল চালিত শ্যালো মেশিন ও বিদ্যুৎ চালিত সেচ পাম্প।
ফুলগাছ গ্রামের কৃষক হরিপদ রায় হরি জানান, এখানকার ফসলের মাঠে কয়েক বছর ধরে ব্যবহার করা হচ্ছে বিদ্যুৎ চালিত সেচ পাম্প।
উল্লেখ্য যে, লালমনিরহাটে চলতি মৌসুমে প্রায় ৮০হাজার হেক্টর জমিতে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.