আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে বাণিজ্যিকভাবে বেড়েছে সুস্বাদু ও পুষ্টিকর ফল স্ট্রবেরি চাষ। খরচ কম আর লাভ বেশি হওয়ায় এ চাষে ঝুঁকছেন অনেকে কৃষকই। এখানকার উৎপাদিত স্ট্রবেরি লালমনিরহাট জেলার চাহিদা মিটাতে সক্ষম হচ্ছে।
তবে কৃষকদের অভিযোগ, লাভ বেশি হলেও স্ট্রবেরি চাষে সরকারি সহযোগিতা ও প্রশিক্ষণ না থাকায় কিছুটা বিপাকে পড়তে হচ্ছে তাদের।
অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার পাশাপাশি এখানকার উৎপাদিত স্ট্রবেরি চাষে বাড়তি অর্থ উপার্জন করা সম্ভব হচ্ছে বলে মনে করছেন কৃষকরা।
জানা গেছে, লালমনিরহাট জেলায় নিজস্ব মেধা ও উদ্যোগে স্ট্রবেরি চাষে ব্যাপক সফলতা পাচ্ছেন স্থানীয় চাষীরা।
সাধারণ মানুষ মনে করছেন, স্ট্রবেরি চাষের উপযোগী মাটি আর আবহাওয়া কাজে লাগিয়ে লালমনিরহাট জেলায় এর চাষ বৃদ্ধি করে কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছেন, এই চাষ সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.