শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে কৃষকরা পাট শাক চাষে ঝুঁকছেন লালমনিরহাটে বরবটি চাষে এখন ব্যস্ত কৃষকেরা থানার সেবা কার্যক্রম আরও জনমূখী ও প্রযুক্তি নির্ভর করা হবে-লালমনিরহাটে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব লালমনিরহাটে দিন দিন বৃদ্ধি পাচ্ছে লেবুর চাষ! লালমনিরহাট সদর উপজেলার শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর সভাপতি পদে চেয়ার মার্কায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী নলিনী চন্দ্র বর্মন লালমনিরহাটে রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে! লালমনিরহাটে আসন্ন ইরি-বোরো মৌসুমে সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত লালমনিরহাটে ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত রেলওয়ে খাতে উদ্ভাবনে আন্তর্জাতিক স্টেভি অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশী প্রকৌশলী তাসরুজ্জামান বাবু লালমনিরহাটে দিন ব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপিত
আলো ছড়াচ্ছে রহমান স্মৃতি গণগ্রন্থাগার

আলো ছড়াচ্ছে রহমান স্মৃতি গণগ্রন্থাগার

মোঃ মাসুদ রানা রাশেদ: শিশু-কিশোরসহ সব বয়সের মানুষের আগ্রহ বেড়েছে বই পড়ার প্রতি। “এসো করি জ্ঞানের সন্ধান এসো পড়ি বই, এসো করি হৃদয় শুদ্ধ মানুষে মিশে রই” প্রতিপাদ্যকে সামনে রেখে আলো ছড়াচ্ছে রহমান স্মৃতি গণগ্রন্থাগার। লালমনিরহাট জেলার শহরের গোশালা রোডস্থ উত্তরণ সুপার মার্কেটের ২য় তলায় গড়ে ওঠা রহমান স্মৃতি গণগ্রন্থাগারটিতে নিয়মিত পাঠকের সংখ্যা শতাধিক। এর ফলে লালমনিরহাটের শিশু-কিশোরসহ সব বয়সের মানুষের আগ্রহ বেড়েছে বই পড়ার প্রতি।

 

সাংবাদিক, ব্যবসায়ী, গৃহিনী, ছাত্র, ছাত্রী, চাকুরীজীবী, নারী উদ্যোক্তা, সাহিত্যিক, কবি, নাট্যকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, লেখক, কথা সাহিত্যিক, ক্রীড়াবিদের উদ্যোগে গড়ে উঠেছে ওই গণগ্রন্থাগারটি। গণগ্রন্থাগারকে ঘিরে এখন বই পড়ার আনন্দে মেতেছে শিশু-কিশোরসহ সব বয়সের নানা মানুষ। ভাড়া করা একটি রুমে এ গণগ্রন্থাগারটিতে শোভা পেয়েছে ৭শতাধিক বই। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, সাহিত্য, বিজ্ঞানসহ ধর্মীয় এসব বই সংগ্রহ করেছে রহমান স্মৃতি গণগ্রন্থাগারের সদস্যরা। এসব বই সংগ্রহে সহযোগিতা করেছেন কবি, সাহিত্যিক, লেখক ও গণগ্রন্থাগের কার্যনির্বাহী পর্ষদ এবং সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ।

 

রহমান স্মৃতি গণগ্রন্থাগারে নিয়মিত কবিতা ও সাহিত্য চর্চা হয়ে থাকে। রহমান স্মৃতি গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সূর্যের প্রচেষ্টায় দিনে দিনে রহমান স্মৃতি গণগ্রন্থাগার যেন আলো ছড়াচ্ছে। বর্তমানে রহমান স্মৃতি গণগ্রন্থাগারটির সরকারি নিবন্ধনের প্রক্রিয়াধীন রয়েছে।

 

ওই গণগ্রন্থাগারে নিয়মিত পাঠক হেলাল হোসেন কবির বলেন, এখানে আমরা কবিতা, ছড়া, গল্প ও প্রবন্ধের বই পড়ি। রহমান স্মৃতি গণগ্রন্থাগারটি আমাদের জেলা শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হওয়ায় অনেকে উপকৃত হয়েছে।

 

রহমান স্মৃতি গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সূর্য বলেন, প্রয়োজনের তুলনায় মানসম্মত গ্রন্থাগারের সংখ্যা বাড়েনি। তাই পাঠ্য পুস্তকের বাইরের বই পড়া থেকে বঞ্চিত শিশু-কিশোর, শিক্ষার্থীসহ সব বয়সের মানুষ। এসব মানুষের বই পড়ার সুযোগ করে দিতে আমরা এই গ্রন্থাগার প্রতিষ্ঠা করেছি। বর্তমানে এখানে শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বয়সের মানুষ বই পড়ার সুযোগ পেয়েছেন। আমরা চাই সকল মানুষের মধ্যে জ্ঞানের আলো ছড়াতে। এ জন্য গ্রন্থাগারে আরও বইয়ের সমাহার ঘটাতে চাই। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।

 

সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক ও রহমান স্মৃতি গণগ্রন্থাগারের সহসাধারণ সম্পাদক মাসুদ রানা রাশেদ বলেন, এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। জেলা শহরের প্রাণকেন্দ্রে গ্রন্থাগারটি হওয়ায় শিশু-কিশোরসহ সব বয়সের মানুষের বই পড়ার প্রতি আগ্রহ বেড়েছে। সব বয়সের মানুষ এখানে এসে বই পড়ছে। জ্ঞানের আলো ছড়াতে উদ্যোগটি প্রশংসনীয়।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলার রহমান স্মৃতি গণগ্রন্থাগারটি ২০২১ সালের ৩ জানুয়ারি শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর।

 

রহমান স্মৃতি গণগ্রন্থাগারের বিভিন্ন উদ্যোগ: গত ২৬ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ, গত ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পালন, গত ২৬ ফেব্রুয়ারি ভাষা সৈনিক সম্মাননা, গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন হয়েছে।

 

রহমান স্মৃতি গণগ্রন্থাগারের কার্যনির্বাহী পর্ষদ: সভাপতিঃ তৌহিদুল ইসলাম লিটন। সহ-সভাপতিঃ মুহিন রায়। সাধারণ সম্পাদকঃ ফারুক আহমেদ সূর্য। সহ-সাধারণ সম্পাদকঃ মাসুদ রানা রাশেদ। অর্থ সম্পাদকঃ নাজমা আক্তার। সাংগঠনিক সম্পাদকঃ এস এম তানভীর। সহ-সাংগঠনিক সম্পাদকঃ আতিক উজ জামান। প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ রাজু রহমান দুলু। ক্রীড়া সম্পাদকঃ কাওছার মাহমুদ। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকঃ শুভ্র শোভন রায় অর্ক। দপ্তর সম্পাদকঃ আবির রহমান। মহিলা বিষয়ক সম্পাদকঃ জিনিয়া হাসনাত জুঁই। নির্বাহী সদস্যঃ এরশাদ হোসেন মুরাদ, রহিমা খাতুন রোজি, কাব্য রাসেল, তাহ্ হিয়াতুল মৃদুল, মন্নুজান সরকার হ্যাপী, শহিদ সুজন, সাকিব ইসলাম, জ্যাকলিন সামস্ কাব্য, তানিয়া খান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone