আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: গতকাল বুধবার দিবাগত রাত ১টা ২৫মিনিটে লালমনিরহাট জেলার উপর দিয়ে শিলাবৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যায়। এতে তামাকসহ চলতি মৌসুমের কিছু আবাদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বোরো আবাদের কিছুটা উপকার হয়েছে। এ শীলাবৃষ্টি ১ঘন্টার মতো লালমনিরহাট জেলার উপর দিয়ে বয়ে যায়। এ সময় দমকা হাওয়ায় বাড়ি-ঘরের ও বিদ্যুৎ এর তার ছিড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ কয়েক ঘন্টা বন্ধ ছিল।
গতকাল দিবাগত রাতের শীলা বৃষ্টিতে বোরো আবাদের উপকার হয়েছে। তবে কোন ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিশ্চিত করেছেন।
কৃষকরা জানান, কিছুটা ক্ষতি হলেও স্বস্তির বৃষ্টি হয়েছে।