সাকি: আমরা যারা দল করি না, যারা শুধুই ভোট দিই, তারা কী শুধু ভোটের রাতে সিদ্ধান্ত নিই। অন্য সময় কিছু ভাবি না ?
থাইল্যান্ডে পাহাড়ে অজস্র পোষা হাতি।
মারুত সারাক্ষণ পরিচর্যা করে। আদর করে। গোসল দেয়। খাওয়ায়। হাতীরা পোষ মানে। আবার মানেও না।
এটাই নিয়ম।
মানুষ ও তেমনি।
অনেক তো হলো।
আপনাদের রাজার যুদ্ধ আমরা দেখতে দেখতে ক্লান্ত।
যে কথা আপনারা বলেন, পরক্ষনেই অন্যেরা কেটে দেয়।
তাহলে মিথ্যেবাদী কে?
মানুষের মধ্যে মোহ স্বার্থপরতা নির্লজ্জতা এমন একটা পর্যায়ে পৌছে গেলে মানুষ চোখে দেখতে পায় না। এটাই কী ভীমরতি ??
মানুষ প্রাণী হিসেবে খুবই নিষ্ঠুর।
আপনারা ভোট হলেও জিতে যান। না হলেও জিতে যান। এটা তো শুধু জেতার খেলা।
আকাশে রংধনু ওঠার মতো। তাকালেই দেখতে পাবে।
দেশের ৬৪ জেলা ভাগ করে নেয়া যায় না?
গণতন্ত্র না বলে বলবো ভাগতন্ত্র। সবাইকে একটা করে তৈলপাত্র দেয়া হবে, জনসেবকেরা তৈল মর্দন করতে করতে করতে। উহ্ সে এক অন্য জীবন।
কাজ কম, ভোগ বেশী। হায় রাজা, তোমরা রাজা হতে চাও কেন?
আসল মতলব কী ?
রাজা মরে যায়
রাজা মারা হয়
লাঠালাঠি হয়
আগুন সন্ত্রাস হয়, প্রজা মারা যায়, কেস হয়
কতো কারসাজি, কতো সত্য মিথ্যা, টাকার লেন দেন। ওকালতি-এতো উকিল। কালো কোটের জোয়ার। তবু কবিরা আক্ষেপ করে বলেন,
বিচারের বাণী, নীরবে নিভৃতে কাঁদে।
নীরবে কাঁদে
নিভৃতে কাঁদে। রাত একটা দু’টা- প্রাসাদ ষড়যন্ত্র চলে।
সব তচনচ করে দিতে হবে।
মেজরিটি না হলেও?
আরে গুল্লি মারেন গনতন্ত্র গঠনতন্ত্র সংবিধান।
যে যতো ভুলুন্ঠিত করতে পারে, সে ততো বড়ো হিরো
এই দেশ এই গনতন্ত্রের জন্য, পরম নিষ্ঠুরতায় রক্তপাত, নির্বংশ করে ফেলা হয়।
কবিরা কবিতা লিখতে ভুলে যায়।
কে মনে রাখে !
কদিন মনে রাখে।
ভুলে যাওয়া মানুষের একমাত্র চরিত্র।
ধান্ধাবাজরা ভালো থাকেনা কেন?
হারামের বরকত থাকেনা।
হারাম হালাল সুক্ষ একটা বিভাজন।
মানলেও হয়, না মানলে কী??
ভালো থাকুন সবাই।
জাকি/ মার্চ ১০/২০২১
নিউজার্সি, আমেরিকা।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.