আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ বুধবার (১০ মার্চ) সকাল ১০টায় লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চত্ত্বরে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি (সিইপি)র উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে তৃণমূল নারীদের অংশগ্রহণে ছবি এঁকে ক্যানভাস তৈরীর চিত্রাঙ্কন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী। বক্তব্য রাখেন জেলা ব্র্যাক প্রতিনিধি আশরাফুল আলম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক মাজেদুল হক সরকার প্রমুখ। এ সময় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার আরেফা খাতুন, ফিল্ড অর্গানাইজার নুর ইসলাম, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির, বৈশাখী টেলিভিশন প্রতিনিধি তৌহিদুল ইসলাম লিটনসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সঞ্চালক ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সিনিয়র জেলা ব্যবস্থাপক রুপা রাণী দাস।
উল্লেখ্য যে, ‘নেতৃত্বে নারীর সমান অংশগ্রহণ’ বিষয়ে তৃণমূল নারীদের ছবি এঁকে ক্যানভাস তৈরী কার্যক্রমে ২০জন নারী অংশগ্রহণ করেন। চিত্রাঙ্কনে অংশগ্রহণকারী সকলেই ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির কমিউনিটিভিত্তিক তৃণমূল নারী সংগঠন পল্লী সমাজের সদস্য ও পরিবার সংশ্লিষ্টজন। ১০ ফুট বাই ৫ ফুট সাদা কাপড়ের ক্যানভাসের উপর ছবি আকাঁর ব্যতিক্রমী এই আয়োজনটি করা হয়।