মিজানুর রহমান, প্রতিনিধি (হাতীবান্ধা) লালমনিরহাট: লালমনিরহাটে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে অনুষ্ঠান এবং বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করা হয়েছে।
আজ রোববার (৭ই মার্চ) উপজেলার বড়খাতা হাইওয়ে থানা চত্বরে ৭ই মার্চ উদযাপন এবং ৭ই মার্চের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে কেককাটা হয়।
অনুষ্ঠানে হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খানের সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামীলীগ হাতীবান্ধা উপজেলা শাখা ও গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, বড়খাতার ব্যবসায়ী আলহাজ্ব সিরাজুল ইসলাম, সাফিউল আমির (অবঃ আর্মি), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক সুলতান আহমদ রাজন, হাইওয়ে থানার সার্জন একেএম নওশেদ ফরহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানে স্থানীয় বাস, ট্রাক, অটো চালক, শ্রমিক, কর্মজীবী মানুষ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ ফকিরপাড়া ইউনিয়ন কমান্ডার অসিয়ার রহমান জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ার লোমহর্ষক ঘটনা বর্ণনা করেন।
হাতীবান্ধা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মাসুম খান বাংলাদেশ আওয়ামী লীগের সফলতা এবং ১৯৭১ সালের ৭ই মার্চে রেসকোর্স ময়দানে দেওয়া বঙ্গবন্ধুর ভাষণের সংক্ষিপ্ত বর্ণনা করেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.