সুলতানা শিরীন সাজি
বিশ্ব যখন ক্ষুদ্ধ হলো।
অদৃশ্য এক অসুখ এলো।
জানলো সবাই নতুন করে,
বাতাস মানে বাঁচার আশা!
মানুষ যখন বাঁচার আশায়
ভেন্টিলেটর খুঁজে বেড়ায় !
(মে মাসের ২৫ তারিখ, মিনিয়াপোলিস)
নকল টাকার ব্যবহারেই গলার উপর
পায়ের দখল!
মরেই যা তুই, কালোর আবার বাঁচা কিরে?
'Please I can't breathe'
জর্জ ফ্লয়েড বলে।
একটা মানুষ
একটা জীবন,
কোন আকাশে চলেই গেলো!
শোক সইবার সাহস তো নেই!
মানুষ আছে!
সাদা মানুষ, কালো মানুষ, বাদামী মানুষ!
সব মানুষের ভীরে খুঁজি আসল মানুষ!
বর্ণবাদের মুখোশ গুলো উপড়ে ফেলে,
করোনাকাল ভুলে সবাই পথে নামে।
মুখোশগুলো পড়লে আজ, কে সাদা কে'বা কালো
কে ভালো, কে'বা ভুলো?
লক্ষকোটি মানুষরা আজ পথের ডাকে।
let me breathe তারাও বলে।
সবাই মাভৈ গেয়েই চলে!
জীবন এমন!
জীবন মানেই চলতে হবে।
জীবন মানেই সাদা কালো স্মৃতির পাতা!
জীবন মানে প্রতিবাদের, অযুত নিযুত ভাষার মিছিল!
সময় হলে যেতেই হবে!
সেই সময়ের নেই তো নিয়ম,
ক্যালেন্ডারে দিনগুলো সব ওলোট পালোট ব্যথার ভাঁজে
পলক হারায়!
জর্জ ফ্রয়েড ক্ষমা কোর!
মানুষ যখন ভেন্টিলেটরে বেঁচে থাকার যুদ্ধ করে.....
তুমি তখন হাঁটুর নীচে দম আটকে মরে গেলে,
বলে গেলে
দয়া করো !
মহামারী করোনাতেও বাঁচে মানুষ।
শুধু মানুষ যখন মানুষ মারে,
কেউ পারেনা রুখতে তারে!
এ কোন মানুষ?
মানুষ কোথায়?
আসল মানুষ খুঁজি.........
হৃদয় সবুজ মানুষ কোথায়?
বিশ্ববাসী মুখোশ খুলে,
সবাই বলো সমস্বরে,
Let me breathe
দম আটকে আসে
Let me breathe
৪ জুন, ২০২০
অটোয়া
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.