আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: করোনার কারনে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ হয়ে পড়ে আছে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন আগামী ৩০ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আগের মতো স্বাভাবিক নিয়মে পাঠদানের জন্য। কিন্তু বাস্তব হলেও সত্যি এই যে, লালমনিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডে অবস্থিত দক্ষিণ খোর্দ্দ সাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমি ভবনের নির্মাণ কাজ ১৯-২০ অর্থ বছরের হলেও ২০২১ সালে এখনও ৫০% কাজ শেষ হয়নি। সময় মতো কাজ শেষ না হওয়ায় একাধিক অভিভাবক হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম নবী বলেন, বিদ্যালয়টি গত ১৯-২০ অর্থ বছরের কাজ। সময় মতো কাজ শেষ না হওয়ায় ইতিমধ্যে কাজের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলেছি।
প্রধান শিক্ষক আশরাফুজ্জামান আমিনুল বলেন, কাজের চারতলা ভিত্তি প্রস্তর হলেও প্রথম ধাপেই দ্বিতীয় তলার কাজ হওয়ার কথা। সময় মতো কাজ শেষ না হওয়ায় ৩০ মার্চ থেকে স্কুল খুললে শিক্ষার্থীদের ক্লাস নিতে কষ্ট হবে।
বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি জাতীয় পর্যায়ে বিদ্যোৎসাহী সমাজকর্মী ফেরদৌসী বেগম বিউটি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ মার্চ স্কুল খোলার বিষয়ে যে নির্দেশনা দিয়েছেন সময় মতো ভবনের কাজ শেষ না হওয়ায় দক্ষিণ খোর্দ্দ সাপটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খোলা আকাশের নিচে ক্লাস করতে হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)র নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান বলেন, এই কাজ উপজেলা নির্বাহী প্রকৌশলী দেখা শুনা করে। তবে পর্যাপ্ত বাজেট না থাকার কারনে কাজের হেরফের হতে পারে।
তবে এলজিইডির লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.