আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটের ইটভাটায় প্রকাশ্য বাঁশের মুড়া ও কাঠ পুড়িয়ে তিন ফসলি জমিতে ইট তৈরী করছেন ভাটা মালিকেরা। ইটভাটার মালিকরা মানছে না ইট তৈরি ও ভাটা স্থাপন আইন।
তারা নিজেদের ইচ্ছে মতো আবাসিক, কৃষি জমি ও পরিবেশ সংকটাপন্ন এলাকায় ইটভাটা স্থাপন করেছে। ভাটার ধূলা, কালো ধোঁয়া ও আগুনের তাপে ধ্বংস হচ্ছে নিকটবর্তী এলাকার ফসল, বনজ সম্পদ ও ফলদ গাছ। এ সকল ইটভাটার কোন প্রকার অনুমোদন নেই। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা কৃষি বিভাগের প্রত্যায়নপত্র।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, লালমনিরহাটে অবৈধ ভাটা স্থাপন করে বাঁশের মুড়া ও কাঠ পুড়িয়ে ইট তৈরী করছেন।
অন্যদিকে, লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলায় ইটভাটা স্থাপন করে বাঁশের মুড়া ও কাঠ পুড়িয়ে ইট তৈরী করছেন।