আলোর মনি রিপোর্ট (হাতীবান্ধা) লালমনিরহাট:
লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ভেজাল ও নকল ধানের বীজ বিক্রির দায়ে ২জন বীজ ব্যবসায়ীর জেল-জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ৪ জুন দুপুরে হাতীবান্ধা উপজেলার মেডিকেল মোড় রেলগেট ও গড্ডিমারী মেডিকেল মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন।
এ সময় মেডিকেল মোড় রেলগেট এলাকার বীজ ব্যবসায়ী জরিফ হোসেনের ১০হাজার ও গড্ডিমারী মেডিকেল মোড় এলাকার ঐশী সার ও বীজ ঘরের ৫০হাজার টাকা জরিমানা করেন।
হাতীবান্ধা থানার অফসার ইনচার্জ ওমর ফারুক সাংবাদিকদের বলেন, ওই দুই বীজ ব্যবসায়ী নকল ও ভেজাল ধান বীজ বিক্রি করছেন এমন একটি অভিযোগ করেন একজন কৃষক। পরে ওই বীজের দোকানে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। অভিযুক্ত বীজ ব্যবসায়ীও তাদের অভিযোগ স্বীকারও করেন। পরে ওই দুই ব্যবসায়ী কাছে ৬০হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সামিউল আমিন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.