আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: শসা চাষে স্বাবলম্বী হচ্ছেন লালমনিরহাটের চাষিরা। চলতি মৌসুমে শসার চাষ করে স্বাবলম্বী হয়েছেন লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার কৃষকরা। আগে এই অঞ্চলে বিভিন্ন প্রকার সবজির চাষ করা হতো। তবে বর্তমান মৌসুমে শসার চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন সেখানকার স্থানীয় চাষিরা।
জানা যায়, আগের মৌসুমে খুব কম পরিমাণ জমিতে শসার চাষ করে সাফল্য পেয়েছিলেন কৃষকরা। এরপর এই মৌসুমে আরও বেশি পরিমাণ জমিতে শসার চাষ করেন তারা। হাইব্রিড জাতের শসার চাষ করে ব্যাপক ফলন পান তারা।
এই অঞ্চলের শসা চাষে সাফল্য দেখে অন্য অঞ্চলের চাষিরা আগ্রহী হয়েছেন শসা চাষের প্রতি। সফল হওয়া কৃষকদের কাছ থেকে তারা বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা নিচ্ছেন।
শসা চাষীরা বলেন, আগের মৌসুমগুলোতে জমিতে অন্য সব ফসলের চাষ করা হতো। কিন্তু সেসব ফসল থেকে খুব একটা লাভ হতো না। পরে এই মৌসুমে শসা চাষ করেছেন। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় শসার ফলন হয়েছে বেশ ভালো। সবকিছু ঠিক থাকলে এই মৌসুমে লাভবান হবেন চাষীরা।
ফুলগাছ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিম জানান, এই মৌসুমে অনেকেই শসার চাষ করেছেন। ফলনও বেশ ভালো হয়েছে, তাই কৃষকরা লাভবান হওয়ার আশা করছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.