আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১০টায় লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের আলোক দিঘির (বাড়ীবনমালী) গীতাপাঠ শিক্ষা কেন্দ্রে শ্রী শ্রী বাসন্তী মন্দিরের কমিটির আয়োজনে শিক্ষার্থীদের মাঝে গীতা পাঠের প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে শ্রীমদ্ভগবদ গীতাদান ও ব্যাগ বিতরণ করা হয়।
সভাপতিত্ব করেন বাড়ীবনমালী শ্রী শ্রী বাসন্তী মন্দিরের সভাপতি শ্রী বীরেন্দ্র নাথ রায়। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট উপজেলা নির্বাহী অফিসার শ্রী উত্তম কুমার রায়। উদ্বোধক প্রতিষ্ঠাতা সম্পাদক কাব্যতীর্থ শিক্ষক ও সুধী সংগঠন শ্রী মিহির রায়। প্রধান পৃষ্ঠপোষক শ্রী তুষার রঞ্জন রায়সহ স্থানীয় ব্যক্তিবর্গ প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় শ্রী অনিল চন্দ্র রায় ও শ্রী মিলন কুমার রায়।
শ্রীমদ্ভগবদ গীতা শিক্ষাকেন্দ্রর সভাপতি শ্রী জনার্দন চন্দ্র রায় বলেন যে, আজকে আমরা ১শত ছাত্র-ছাত্রীদের মাঝে ১শত ব্যাগ, ১শত শ্রীমদ্ভগবদ গীতা বই বিতরণ করা হয়। তিনি আরো বলেন, এই গীতা পাঠ শিক্ষা কেন্দ্রটি চালু করার উদ্দেশ্যে হল ছোট ছেলে-মেয়েরা যাতে গীতা সম্পর্কে বিস্তারিত জানবে এবং শিখবে তাতে করে সমাজের অনেক মঙ্গল হবে।