আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনারহাট পৌরসভা নির্বাচনে ভোট কেন্দ্রে প্রার্থী’র সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ৬জন আহত হয়েছেন।
আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট পৌরসভার ৪টি কেন্দ্রে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহতরা হলেন- জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, সুফি তাহেরুল ইসলাম, আব্দুল জলিলসহ মোট ৬জন।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট পৌরসভার ভোট গ্রহণ শুরু হলে বিক্ষিপ্তভাবে ৪টি কেন্দ্রে প্রার্থী’র সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দক্ষিণ বত্রিশ হাজারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গিয়াস উদ্দিন উচ্চ বিদ্যালয়, রেলওয়ে চিল্ড্রেন পার্ক উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
খবর পেয়ে দায়িত্বরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যাক্ষ হাবিবুর রহমান হাবিবসহ ৬জন আহত হন।
আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম সাংবাদিকদের জানান, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে বলেও জানান তিনি।