শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাটে মানব পাচার প্রতিরোধ কমিটির সদস্যদের সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচিত হলেন যাঁরা! সার সিন্ডিকেট হোতারা ধোঁয়া ছোঁয়ার বাহিরে কেন লালমনিরহাটে তামাকের বিষে কমছে জমির ঊর্বরতা; বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি লালমনিরহাটে জেন্ডার-সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ ও জলবায়ু পরিবর্তনজনিত অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমনিরহাটে আত্মনির্ভরশীল দল এবং ইউডিএমসি এর মধ্যে অ্যাডভোকেসি এবং লবিং মিটিং অনুষ্ঠিত লালমনিরহাটে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত গণতন্ত্র আমাদের হাতের নাগালে নাই-লালমনিরহাটে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় লালমনিরহাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ঔষধ সেবা অর্ধেক মূল্যে হত দরিদ্রদের ছানি অপারেশন অরবিট চক্ষু হাসপাতালে
লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভায় ভোট শুরু

লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভায় ভোট শুরু

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ এর ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গ্রহণ। আর বিকাল ৫টা পর্যন্ত চলবে।

 

আজ যেসব পৌরসভায় নির্বাচন হচ্ছে, সেগুলো হলো লালমমনিরহাট ও পাটগ্রাম পৌরসভা নির্বাচনেও ভোট হচ্ছে।

 

লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভায় চতুর্থ ধাপে নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে। সকাল ৮টায় এ ভোট নেওয়া শুরু হয়। পাটগ্রামে এবারই প্রথম সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার সরবরাহ করা হয়। বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মোঃ রাশেদুল ইসলাম সুইট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ধানের শীর্ষ প্রতীকে এ কে মোস্তফা সালাউজ্জামান ওপেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকে মোঃ সুমন মিয়া, স্বতন্ত্র নারিকেল গাছ প্রতীকে কাজী আসাদুজ্জামানসহ ৪জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

এদিকে লালমনিরহাট পৌরসভায় এবারই প্রথম ইভিএমে নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে মোঃ মোফাজ্জল হোসেন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে এস এম ওয়াহিদুল হাসান সেনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ধানের শীর্ষ প্রতীকে মোশারফ হোসেন রানা, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকে মোঃ আমিনুল ইসলাম, স্বতন্ত্র নারিকেল গাছ মোঃ রেজাউল করিমসহ ৫জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

 

কেন্দ্রেগুলো গিয়ে দেখা যায়, কেন্দ্রে ভোটারের উপস্থিতি লক্ষণীয়।

 

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রতিদ্বন্দ্বী সব প্রার্থীর এজেন্টরা বুথে রয়েছে।

 

লালমনিরহাট পৌরসভার ভোটকেন্দ্রগুলোতে বিভিন্ন নারী-পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এবারই প্রথম লালমনিরহাট পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে।

 

আরও দেখা যায়, ভোটাররা লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন ভোট দেওয়ার জন্য। তাঁরা প্রথমবার ইভিএম পদ্ধতিতে ভোট দেবেন, এটা ভেবে আনন্দ পাচ্ছেন।

 

এ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা রক্ষায় বিজিবি, পুলিশ, আনসার সদস্যসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা টহল দিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone