শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।

অনু কাব্য

ফারুক অাহমেদ সূর্য

 

দুনিয়ায় আপনদের চিনতে চিনতে

এখন আমি ক্লান্ত

ভাবতে ভাবতে পরাণ আমার

রইতে চায় একান্ত।

দুনিয়ায় কে আপন?

মা, বাবা, ভাই, বোন, স্ত্রী,

সন্তান, শশুর, শাশুড়ী-

পাড়া প্রতিবেশি, আত্মীয় সজন বন্ধু, বান্ধবী,

ঘনিষ্ঠজন সব ভুয়া, 

আমার বিবেকে কেউ আপন নয়

সব কিছু অনুভব করলে বোঝা যায়

স্বার্থ ছাড়া এ পৃথিবীর কেউ আপন নয়।

বিশ্বাস না হয় একটু স্বার্থে আঘাত করে

দেখুন, আপনি যাদের খুব ভালবাসেন, তাদেরকে।

কথাটি সত্যি না মিথ্যা।

 

★ ফারুক আহমেদ সূর্য-এর ফেসবুক থেকে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone