আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: ঘর বাড়িকে সাজিয়ে তুলতে এস এস স্টিলের আসবাবপত্র ব্যবসার আলাদা কদর বেড়েছে।
এস এস পাইপ দিয়ে খাট, চেয়ার, সোফা, আলনা, বেলকনি, সিঁড়ির রোলিং, গেট, গ্রীলসহ যাবতীয় ফানির্চার তৈরিতে সময় পার করছে লালমনিরহাটের বিভিন্ন বাজার মূখি কারখানা।
লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের টিকটিকির বাজারের হালিমা মেটাল এন্ড এস. এস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপে সারি সারি শোভা পাওয়া জিনিসপত্র গুছিয়ে রাখা দেখে বড়ই ভালো লাগে।
হালিমা মেটাল এন্ড এস. এস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের মালিক টিকটিকি এলাকার মহির উদ্দিনের ছেলে আব্দুল আউয়াল জানান, ঢাকায় দীর্ঘদিন থেকে এ কাজের সাথে জড়িত থেকে এলাকায় এসে ১০জন বেকার ছেলেকে নিয়ে শুরু করি নতুন ভাবে পথচলা। আধুনিকতার ছোঁয়ায় নিয়ে বাঁশ, বেত ও কাঠের স্থলে এ ধরনের আসবারপত্র ঘরে ঘরে স্থান করে নিচ্ছে।
আমার তৈরি জিনিসপত্র লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার বিভিন্ন জায়গায় যাচ্ছে। সব মিলে ব্যাপক সারা ফেলছে।