পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১
আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ এ লালমনিরহাট জেলার ২টি (লালমনিরহাট ও পাটগ্রাম) পৌরসভায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।
আজ রবিবার (১৭ জানুয়ারি) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার মেয়র পদে ১০জন, কাউন্সিলর পদে ৮১জন, মহিলা কাউন্সিলর পদে ২২জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছে।
এ নির্বাচনে মেয়র পদে দলীয়।
কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর দলীয়ভাবে না হলেও লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও স্বতন্ত্র একাধিক প্রার্থী রয়েছে।
জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, লালমনিরহাট পৌরসভার মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মোফাজ্জল হোসেন (নৌকা), জাতীয় পার্টির এস এম ওয়াহেদুল হাসান সেনা (লাঙ্গল), বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মোশারফ হোসেন রানা (ধানের শীষ), স্বতন্ত্র রিয়াজুল ইসলাম রিন্টু, রেজাউল করিম স্বপনসহ ৬জন, কাউন্সিলর পদে ৪৪জন, মহিলা কাউন্সিলর পদে ১৫জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছে।
পাটগ্রাম পৌরসভার মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের রাশেদুল ইসলাম সুইট (নৌকা), বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি একেএম মোস্তফা জামান ওপেল (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ (সুমন মিয়া হাতপাখা), স্বতন্ত্র কাজী আসাদুজ্জামান আসাদসহ ৪জন, কাউন্সিলর পদে ৩৭জন, মহিলা কাউন্সিলর পদে ৭জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছে।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.