জাকি ফারুকী:
বেরিয়ে পরতে পারি পথে
ওপথ আমার চেনা,
যেতে যেতে খিদে লাগে যদি,
দু চার আনার বাদাম কেনা হলে
ভালো হতো।
তুমি কি বলবে-
আমার বাদামের সখ দেখে?
পৃথিবীতে কতো ধরনের মানুষ আছে
আমার মতো একজনও দেখলেনা
তুমি।
ওখানে নদী আছে!
পাহাড়, তার ঢালে অজস্র চায়ের গাছ
মাঝে মাঝে মাথা তুলে ছায়া বৃক্ষ!
বুকের মধ্যে নিশপিশ করে প্রেম
ধাতব কন্ঠস্বরের মাঝে রিনরিন করে
বেজে ওঠে তোমার গলার স্বর,
এতোদিন কোথায় ছিলে?
ভীষন অবাক হই, তোমার সাথে কেমন
বিরহ আমার, টেরই পেলাম না।
কিছু স্বপ্ন ধরে থাকা যায়
কিছু ছবি চোখে দেখা যায়
সবখানে,
আর তাই বিরহ কোথাও নাই
এই অমৃত জীবনে।
১৩/১/২০২১
টিনটনফলস্, নিউজার্সি।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2025 আলোর মনি. All rights reserved.