আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার পাইকারি মাছ বাজারে নেই পর্যাপ্ত সরবরাহ। এতে ক্রেতা সমাগমও কম। আর সরবরাহ কমের কারণে মাছের দাম বাড়তি।
তবে সংশ্লিষ্টদের আশা, দুই এক মাসের মধ্যে সরবরাহ বাড়বে।
লালমনিরহাট পাইকারি মাছ বাজার ঘুরে দেখা গেছে, বাজারে দেশী মাছ নেই বললেই চলে। বাজার দখল করে আছে চাষের পাঙ্গাশ, কই, তেলাপিয়াসহ বেশ কিছু মাছ। আছে দেশি প্রজাতির রুই, কাতলা, মাছ। চাষের মাছ কিছুটা কম হলেও দেশী মাছের বাজার চড়া।
প্রকারভেদে মাছের দাম ৫০টাকা থেকে ১শত টাকা বেশি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতারা বলছেন, বাজারে মাছের দাম বাড়তি হলেও তা সহনীয় পর্যায়ে রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, শীত মৌসুম শুরু হয়েছে। এ সময় খাল-বিল শুকিয়ে যায়। বাজারে মাছের সরবরাহ কম। এতে দাম বেশী।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.