আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: জীবনের ৭৫টি বসন্ত পেরিয়ে গেল বাদের রাস্তায় থাকতে থাকতে তবুও শ্রবণ প্রতিবন্ধী কদবানু বেগমের ভাগে জোটেনী একটি ঘর। তিনি জীবনের এই পড়ন্ত বেলায় একটি ঘরের জন্য আকুতি জানিয়েছে সরকার ও বিত্তবানদের কাছে।
শ্রবণ প্রতিবন্ধী কদবানু বেগম লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশিরাম গ্রামের মুন্সীর বাজার তিস্তা নদীর বাদের রাস্তায় থাকেন।
দুদিকে ছোট ছোট দুটি ভাঙাচোরা টিনের চালা। সেই চালা ঘরে একাই কোন রকম থাকেন তিনি। নেই স্বামী-সন্তান। একটি মেয়ে ছিলো তার সে অনেক আগে বিয়ে হয়ে স্বামীর বাড়ি চলে গেছে।
জীবনের পড়তে পড়তে সীমাহীন কষ্টে কাটছে কদবানু বেগমের। জমা-জমি নেই। বয়সের ভারে ন্যুয়েপড়া কদবানু বেগমের জীবন কাটছে অন্যের মুখাপেক্ষী হয়ে।
স্থানীয়রা জানায়, স্বামী তো নেই, অনেক আগেই মারা গেছে, তার মেয়েটি যতদিন বাড়িতে ছিল তদিন তো শ্রম দিয়ে কোন রকমে খেয়ে না খেয়ে চলছে তাদের কষ্টের সংসার। তাছাড়া সব দিনে তো আর কাজ পায় না।
মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে একটি ঘরের আকুতি কদবানু বেগমের।
তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম সাংবাদিকদের বলেন, তার একটি ঘরের প্রয়োজন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.