আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের কুলাঘাট-ফুলবাড়ী সড়কে চরকুলাঘাট এলাকায় রত্নাই নদীর উপর থাকা স্টিল ব্রীজটি দ্রুত সংস্কার করা এখন সময়ের দাবি। উক্ত ব্রীজের স্টিলের পাটাতনের কয়েকটি জায়গায় গর্তের সৃষ্টি হয়ে বছরের পর বছর ধরে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। অথচ তা মেরামতের কোনো উদ্যোগই নেই। দূর্ঘটনার আশংকা নিয়েও যানবাহনে মানুষ পারাপার হচ্ছে।
রত্নাই নদীর উপর স্টিল ব্রীজ নির্মাণ করা হয় অনেক দিন পূর্বে। নির্মাণের পর কয়েকবার সংস্কার করা হয়। কিন্তু সংস্কারের কিছুদিন যেতে না যেতেই ব্রীজের গর্তের সৃষ্টি হয়। তখন গর্ত মেরামত করা হয়। এরপর আরও কয়েকবার গর্ত মেরামত করা হয়েছে। বর্তমানে আর মেরামত করা হচ্ছে না বলে জানা গেছে।
প্রায় দুই বছর আগে ‘শেখ হাসিনা ধরলা সেতু’ জনগণের জন্য খুলে দেয়া হয়। এতে করে লালমনিরহাট-ফুলবাড়ী-নাগেশ্বরী-ভূরুঙ্গামারী উপজেলার মানুষ ও যানবাহনের যাতায়াত বেড়ে যায়। ফলে পুনঃরায় গর্ত সৃষ্টি হলেও এখন তা মেরামত করতে কেউই এগিয়ে আসছে না। অথচ প্রতিদিন উক্ত ব্রীজের উপর দিয়ে ঝুঁকি নিয়ে হালকা ও ভারী যানবাহন চলাচল করছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।
ব্রীজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের। কর্তৃপক্ষকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন ও স্টিল ব্রীজটি উপর তদারকি ও নজরদারি জোরদার করার দাবি জানিয়েছে সচেতন মহল। তাদের প্রত্যাশা, স্টিল ব্রীজটি ঝুঁকিপূর্ণ; মানুষের দুর্ভোগ লাঘবে সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের খুব দ্রুত পদক্ষেপ নেবে।
রত্নাই নদীর স্টিল ব্রীজে “সাবধান ক্ষতিগ্রস্ত সেতু, ৫ টনের অধিক যানবাহন চলাচল নিষেধ। আদেশক্রমে- নির্বাহী প্রকৌশলী, সওজ, লালমনিরহাট’ লেখা সাইনবোর্ড ঝুলে দিয়ে দায় এড়িয়েছে সড়ক বিভাগ।