আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে প্যাডেল ঘুরিয়ে ছুরি, দা, কাঁচি, বটি, শিল-পাটা ধার দিচ্ছে ভ্রাম্যমান কারিগররা। ফলে ব্যস্ততা বেড়েছে লালমনিরহাটে এ পেশায় নিয়োজিত কারিগরদের। বিশেষ করে কাঁধে শান মেশিন নিয়ে শহর ও গ্রামের অলিতে-গলিতে হাঁক দিতে দেখা যাচ্ছে তাদের।
লালমনিরহাট জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মোড়ে গলা ফাটিয়ে ডাকছিলেন। তার সঙ্গে কথা হলে তিনি বলেন, তার বাড়ি নীলফামারী জেলায়। তিনি লালমনিরহাটে আসেন দা-বটি-ছুরি ধার দিতে। কয়েকদিন ধরে লালমনিরহাট জেলা শহরের বাড়িতে বাড়িতে ছুরি, দা, কাঁচি, বটি ও শিল-পাটা ধার দেওয়ার কাজ করছেন।
তিনি বলেন, প্রতিটি পরিবারেই ছুরি-বটি, শিল-পাটা রয়েছে। আমাদের ডাক শুনলে এ বাড়ি ও বাড়ির লোকজন এসে ধার দিয়ে নিয়ে যায়। এতে করে আমাদের আয়ও হয়।
লালমনিরহাট পৌরসভার সাহেবপাড়া মৌজার মোঃ রমজান আলী বলেন, ভ্রাম্যমান কারিগরদের কাছ থেকে দা, বটি, ছুরি ধার দিয়ে নিয়ে থাকি। এতে রান্নার উপকরণ কাটতে সহজ হয়।