আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আগামী বছরের জন্য একগুচ্ছ স্বপ্ন আর জিজ্ঞাসা রেখে আজ বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিদায় নিচ্ছে ২০২০ খ্রিস্টাব্দ। দিন শেষে কুয়াশাচ্ছন্ন দিগন্তরেখার ওপারে সূর্য ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে আবহমানকালের অতল গহ্বরে চিরতরে হারিয়ে যাবে আরেকটি বছর। রাতে থার্টিফার্স্ট নাইটের শূন্য প্রহরে সূচনা হবে নতুন বছরের। ২০২০ খ্রিস্টাব্দকে বরণের আনন্দ আয়োজনে মেতে উঠবে লালমনিরহাটসহ সমগ্র বিশ্বের মানুষ। ভোরের কুয়াশা ভেদ করে শুক্রবার (১লা জানুয়ারি) প্রথম সূর্যের কিরণে উদ্ভাসিত হবে এক নতুন সকালের। মধ্যরাতে জিরো আওয়ারে বিশ্বব্যাপী বিদায় জানাবে ২০২০কে ও স্বাগত জানাবে ২০২১ খ্রিস্টাব্দকে। নববর্ষ ২০২১ শুভ হোক, এ প্রত্যাতায় ‘হ্যাপি নিউ ইয়ার’ লালমনিরহাটসহ পৃথিবীর সমগ্র দেশের প্রাণীকুলকে জানাই আমাদের পত্রিকা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।