আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে হাম রুবেলা নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বাড়াতে সংবাদকর্মীদেরকে নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩টা ৩০মিনিটে সিভিল সার্জন লালমনিরহাট এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কনফারেন্সে বক্তব্য রাখেন লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় প্রমুখ।
কনফারেন্সে মুল বিষয়বস্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ডাব্লুএইচও এসআইএমও ডাঃ মোঃ গোলাম মোস্তফা।
চলতি বছর লালমনিরহাট জেলায় ১৯ ডিসেম্বর থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত মোট ২লক্ষ ৮৮হাজার ৬৮জন শিশুকে হাম রুবেলার টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এরমধ্যে ৯ মাস বয়স থেকে ১০বছর পর্যন্ত ২লক্ষ ৮৮হাজার ৬৮জন শিশুকে টার্গেট করে টিকা কার্যক্রম চলমান রয়েছে। অনুষ্ঠানে সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদসহ লালমনিরহাট জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।