আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাটে শিশু হত্যার দায়ে বেবি বেওয়া (৫০) নামে এক নারীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বেলা ৩টার দিকে লালমনিরহাট আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মিজানুর রহমান এ রায় দেন।
এ সময় আদালতে আসামী উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত বেবি বেওয়া লালমনিরহাট জেলা শহরের শহীদ শাহাজাহান কলোনী এলাকার মৃত্য ইমান আলী-এর স্ত্রী।
লালমনিরহাট আদালত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুসা আলম বলেন, লালমনিরহাট শহরের খাদিজা নামে একটি শিশু হত্যার ঘটনায় ২০০৯ সালের ডিসেম্বর মাসে লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
সেই হত্যা মামলায় দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুরে আসামী বেবি বেওয়াকে যাবজ্জীবন কারাদন্ড দেন আদালত।
লালমনিরহাট আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাড. আকমল হোসেন আহমেদ বলেন, দীর্ঘ শুনানি শেষে তথ্য প্রমাণে আদালত সন্তোষ্ট হয়ে আসামীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। মামলার বাদী ন্যায় বিচার পেয়েছেন।
সম্পাদকমণ্ডলীর সভাপতি : অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম মানিক
সম্পাদক : মোঃ মাসুদ রানা রাশেদ
প্রকাশক : মোঃ রমজান আলী
নির্বাহী সম্পাদক : মোঃ হেলাল হোসেন কবির
Copyright © 2024 আলোর মনি. All rights reserved.