আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের হাড়ীভাঙ্গাস্থ মাটির মায়া কার্যালয়ে এডাব-লালমনিরহাট জেলা শাখার আয়োজনে “সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে চাই তারুণ্যের শক্তি ও সামাজিক সম্প্রীতি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন এডাব-লালমনিরহাট জেলা শাখার সভাপতি ও প্রতিবন্ধী কল্যাণ সমিতির নির্বাহী প্রধান সুপেন্দ্রনাথ দত্ত। প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রবিউল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, এডাব কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও এডাব-রংপুর জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন। বক্তব্য রাখেন এডাব-লালমনিরহাট জেলা শাখার সদস্য সচিব ও মাটির মায়া নির্বাহী পরিচালক রিয়াজুল হক সরকার প্রমুখ। সেমিনারে মূল বিষয়বস্তু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন এডাব-রংপুর জেলা শাখার সদস্য সচিব আহসান হাবীব, এডাব-রংপুর বিভাগীয় সমন্বয়কারী বঙ্কিম চন্দ্র রায়। এ সময় সাহিত্যিক ও সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ উপস্থিত ছিলেন। সেমিনারে মসজিদের ঈমাম, মাদ্রাসা শিক্ষক, মন্দিরের পুরোহিত, গীর্জার পালক, সংবাদকর্মী, এনজিও প্রতিনিধি, তরুণ সমাজের প্রতিনিধি, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী/ সংগঠক, সরকারের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিসহ মোট ৪০জন অংশগ্রহণ করেন।